এক মুঠো ভালোবাসা

এক মুঠো ভালোবাসা


রাফিয়া আহমেদ


Post MIddle

আচ্ছা তোমাকে এক মুঠোই ভালোবাসবো
ধ্যাত কি যে বলো , এক মুঠো কেনো?
বারে তুমি তো বললে এক মুঠো ভালোবাসতে !
আরে ওটাতো কাব্যিক করে বলেছি ,
ভালোবাসা কি আর এক মুঠো বাসা যায় ?
হুম তা ঠিক , তবে বললে যে , তাই বললাম ।
ঠিক আছে তোমার কথা রইলো আর আমারো
তুমি আমাকে ওই এক মুঠোই ভালোবাসবে
কিন্তু ওই এক মুঠো কি একটু বড় হতে পারেনা ?
হুম , আচ্ছা যাও তোমায় আমি এক গল্প ভালোবাসবো ।
ধ্যাত তুমি দেখি খুব কিপটুস ভালোবাসায় এত কার্পণ্য !
বারে তুমি না বললে একটু বাড়াতে , বাড়ালাম তো , তবে-
তুমি এক উপন্যাস পরিমান ভালোবাসবে ।
হা হা ঠিক আছে তবে তাই হবে , তবে এক শর্তে !
ঠিক আছে , বলো দেখি কি শর্ত আছে তোমার ঝুড়িতে ।
আমাকে তোমার এক আকাশ ভালোবাসতে হবে , বলো রাজি !
তুমি দেখি পুরো আকাশ পরিমান ভালোবাসাই নিয়ে নিলে ।
তবে এই ভালোবাসায় জয় কার হলো ?
কার আবার , ভালোবাসার জয় তোমার হলো !
উহু , এই জয় আমার একার নয়
তোমায় আমায় মিলে এক জয় , ভালোবাসার জয় !
হে আমাদের ভালোবাসার জয় ।

 

পছন্দের আরো পোস্ট