কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিজয় দিবস উদযাপন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘শহীদ বদ্ধিজীবী ও মহান বিজয় দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মানে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব ল’-এর প্রফেসর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।

Post MIddle

অনুষ্ঠানে বালাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা ও বুদ্ধিজীবী দিবসের ইতিহাস আলোচনা করা হয়। এছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ যে কয়জন মুক্তিযোদ্ধার সন্তান পড়ালেখা করছেন তাদেরকে সম্মান জানিয়ে ইউনিভার্সিটি পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, পিএসসি (অব.)। আলোচনা সভায় বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেস ড. উইলিয়াম এইচ. ড্যারেঞ্জার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জেমস গোমেজ।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট