কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব

DU LOGOআগামীকাল শুক্রবার কলকাতায় “ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস” উদ্বোধন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যাল ও কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ উৎসব শুরু হতে যাচ্ছে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু’দিনব্যাপী এই উৎসব উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

Post MIddle

উৎসবে অংশগ্রহণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীত বিভাগের চেয়ারম্যান মহসীনা খানমসহ নৃত্যকলা ও সংগীত বিভাগের ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী গতকাল (১৪ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌছেছেন।

কর্মসূচী অনুযায়ী- উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ মঞ্চস্থ করবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি ‘সোনাই মাধব’ নৃত্যনাট্য। আর সংগীত বিভাগ উৎসবের প্রথম দিন দেশের গান ও শেষ দিন লোকগান পরিবেশন করবে।

পছন্দের আরো পোস্ট