`জাগো হে, তারুণ্য!’

জাগো হে, তারুণ্য!

Post MIddle

জাগো অাজ সমস্বরে…
নেমে পড়ো বিদ্রোহে পৃথবীর ‘পরে।
জাতি অাজ লজ্জিত, চারিদিকে শুধু লজ্জা!
অাজ গায়ের পশম রুখে দাঁড়াক, কাঁপুক অস্থিমজ্জা।
যুদ্ধের কোলাহলে, বিবেকের কল্লোলে উঠো অাজ জেগে
ঝাঁপিয়ে পড়ো তুফান হয়ে অাঁধার মত্ত মেঘে।
ছিঁড়ে ফেলো যতো শৃঙ্খল-বাধা, লঙ্ঘিয়ে যাও রাত্রি
হে, অামার তারুণ্য! মৃত্যু অভিযাত্রী।
জাগো হে, তারুণ্য!
অাজ জাগ্রত করো চেতন,
তোমার রক্তে উড্ডীন হোক ধর্ষিত পৃথিবীর কেতন।

 

 

  • ফয়সাল হাবিব সানি
    তরুণ কবি ও সাহিত্যিক, বাংলাদেশ।
    `অমর একুশে গ্রন্থমেলা-২০১৬’- তে প্রকাশিত `দাবানল’ কাব্যগ্রন্থের রচয়িতা।
    অনার্স প্রথম বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বাংলাদেশ।
পছন্দের আরো পোস্ট