জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ গবেষকের এম ফিল ডিগ্রী অর্জন

জাতীয়-বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৭ শিক্ষাবর্ষে মোহাম্মদ আব্দুস সোবহান, ইসলামিক স্টাডিজ ডিসিপ্লিন এ “বাংলাদেশ ওয়াক্ফ ব্যবস্থায় প্রয়োগ ও ধরণ” শিরোনামে এবং মোঃ মফিজুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান ডিসিপ্লিন-এ “Management Approaches to Improve Rice Production in Saline Soils”শিরোনামে গবেষণা অভিসন্দর্ভের জন্য সম্প্রতি এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

Post MIddle

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব এডভান্সড্ স্টাডিজ এর ২৭তম সভায় এ দু’জন গবেষকের গবেষণাপত্র গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৪তম এবং ১৭৪ তম সিন্ডিকেট সভায় তাদের ডিগ্রী অনুমোদন দান করেছে।

 

পছন্দের আরো পোস্ট