নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

NOAKHALIনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

Post MIddle

সোমবার উপাচার্যের দপ্তরে এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য অধ্যাপক এম অহিদুজ্জামান ফলাফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. আবুল হোসেন, ডিন ড. মো. হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান, ড. মো. ইউছুফ মিঞা, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ আতিকুল ইসলাম প্রমুখ।

গত ১১ ও ১২ নভেম্বর ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য-এই তিন অনুষদের অধীন মোট ১৭ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) পাওয়া যাচ্ছে। এবার মোট আবেদন করেছেন ৪৫৬৪৩ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৯ শতাংশ। পাসের হার এ গ্রুপে ৫৭.৬৯ শতাংশ, বি গ্রুপে ৮৩.১২, সি গ্রুপে ৭৪.৬১ এবং ডি গ্রুপে ৪৮.১।

পছন্দের আরো পোস্ট