বিডি ইয়ূথ ডেলিগেশনে অংশগ্রহণে করণীয়

বিডি ইয়ুথ ডেলিগেশন ১০০ মেম্বার এক্সেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ পেতে করণীয় নিয়ে লিখেছেন ২০১৫ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী দলের গ্রুপ লিডার ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদী আজাদ তুষার।

বিডি ইয়ুথ ডেলিগেশন ১০০ মেম্বার এক্সেঞ্জ প্রোগ্রাম কি?
বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে মানুষের সাথে মানুষের যোগাযোগ জোরদার করার প্রচেষ্টায় পারস্পরিক শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস জানা, বিনময়ের সুযোগ করে দিতে প্রতিবছর ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ থেকে ১০০ জন মেধাবী তরুকে আমন্ত্রণ জানিয়ে থাকে। ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে এ প্রোগ্রামটি চালু করেছে ভারত সরকার। আমন্ত্রিতদের ভারত সরকারের পক্ষ থেকে ভারতের বিভিন্ন রাজ্যর ঐতিহাসিক নিদর্শন, কালচার, প্রশাসনিক, বিশ্ববিদ্যালয় পরিদর্শন করানো হয়।

Post MIddle

কিভাবে সুযোগ পেতে পারেনঃ
এই সুযোগ পেতে হলে আপনাকে প্রথমে অবশ্যই ভালো শিক্ষার্থী হতে হবে। নিজ অনুষদে ভালো একাডেমীক রেজাল্ট করতে হবে। ইংরেজী অবশ্যই ভালো জানতে হবে।

ভারতীয় হাইকমিশনে একটি ভাইভা পরীক্ষা অনুষ্টিত হয়। কোন নির্দিষ্ট সিলেবাস ছাড়া। এখানে যারা ভালো করে থাকে তারাই মূলত এই সুবর্ণ সুযোগ পেয়ে থাকে।
আর হ্যাঁ, প্রাথমিক সিলেকশন কিন্তু আপনার বিভাগ/ অনুষদ/ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই করে থাকে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট