বাউবিতে মুক্তশিখণ সামগ্রী বিষয়ে আন্তর্জাতিক কর্মশালা

IMG_2291বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উদ্ধর্তন কর্মকর্তাদের জন্য মুক্তশিখণ সামগ্রী বিষয়ে এক আন্তর্জাতিক কর্মশালা সোমবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ এডুকেশন মিডিয়া সেন্টার ফর এশিয়া ( সিমকা) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বলেন, উন্মুক্ত দূরশিক্ষণে তথ্য প্রযুক্তির ব্যবহারে দক্ষতা বাড়ানো এখন খুবই গুরুত্বপূূর্ণ। কেননা বিপুল সংখ্যক শিক্ষার্থীকে সহজে ও স্বল্প খরচে শিক্ষা সেবা দেয়ার জন্য এর কোন বিকল্প নেই।

Post MIddle

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন প্রফেসর ড. মোহন মেনন, চেয়ারম্যান দিশা গ্লোবাল ট্রাস্ট ভারত, ড.শহীদ রাসুল, পরিচালক সিমকা, প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রো-উপাচার্য বাউবি।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের ৪০জন শিক্ষক কর্মকর্তা অংশগ্রহন করেন। একই ধারাবাহিকতায় ৩০ আগষ্ট থেকে ০১ লা সেপ্টেম্বর পর্যন্ত ৩০ জন কর্মকর্তা ২য় পর্যায়ে কর্মশালায় অংশ গ্রহণ করেন।

IMG_2291 (1)

পছন্দের আরো পোস্ট