শেকৃবিতে পাখির রোগ বিষয়ক প্রশিক্ষণ শুরু

Exif_JPEG_420

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পাখির রোগ বিষয়ক স্নাতকোত্তর প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে ৩০ জন ভেটেরিনারিয়ানকে প্রশিক্ষণ দেয়া হবে।আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও প্রজেক্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান  প্রোগ্রাম ইন চার্জ ড. কে,বি,এম, সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনোয়ারুল হক বেগ, ফ্রান্সের ইএনভিএ এর অধ্যাপক এবং প্রশিক্ষক অধ্যাপক মনসেফ বৌজুয়া ও অধ্যাপক করিম এজডো। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এনিম্যাল হেলথ এর বিজনেস ডিরেক্টর মো: শাহেন শাহ ও সেভা সান্তে এনিম্যালে এর স্থানীয় সমন্নয়ক এসিআই এনিম্যাল হেলথ এর উপ মহাব্যাবস্থাপক ডা. মোঃ মইনুল ইসলাম।

প্রধান  অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পাখি বা পোল্ট্রি বর্তমানে দেশে প্রোটিনের প্রধান উৎস তাই এ দিকে আমাদের বেশি নজর দিতে হবে। ড. মো: আনোয়ারুল হক বেগ বলেন, দেশের বেশির ভাগ ক্রেতা এবং বিক্রেতা পাখির রোগ সম্পর্কে সচেতন নয়। এ প্রশিক্ষণ পাখির রোগ সম্পর্কে আমাদের সচেতন করবে।

উল্লেখ্য এ বছরের জুলাই মাসে ফ্রান্সের এনিম্যাল হেলথ কোম্পানি সেভা সান্তে এনিমালি ও ফরাসি ভেটেরিনারি ইনস্টিটিউট (ইএনভিএ) এর সাথে শেকৃবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় শেকৃবির মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের অধীনে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি বছর ৩০ জন ভেটেরিনারিয়ানকে চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের প্রতি সেশনে প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত পোল্ট্রি রোগ সংশ্লিষ্ট ১২ জন ভেটেরিনারিয়ান, বেসরকারি খাতে কর্মরত পোল্ট্রি রোগ সংশ্লিষ্ট ১২ জন ভেটেরিনারিয়ান এবং সদ্য স্নাতক সম্পন্ন করা কিন্তু পোল্ট্রি রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনে আগ্রহী ৬ জন নির্বাচিত ভেটেরিনারিয়ান অংশ নিবেন।

 

পছন্দের আরো পোস্ট