জবির হল আন্দোলন সমর্থনে নোবিপ্রবিতে মানববন্ধন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল এগারোটায় কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন করে নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ভাই,তাদের জন্য হল চাই” এই স্লোগানকে সামনে রেখে প্রায় এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Post MIddle

এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নোবিপ্রবির নবম ব্যাচের শিক্ষার্থী আহমেদ উল্লাহ শিমুল,সাজ্জাদ প্রমেল,মামুন,অন্তর,হাফিজ,শাওন,শাকিম প্রমুখ। বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রান হচ্ছে শিক্ষার্থীদের আবাসিক হল।ইতিহাস থেকে আমরা দেখতে পাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সকল আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় হল গুলো থেকে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ভাই ও বন্ধু।আমরা তাদের ন্যায় ও যুক্তিসঙ্গত এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাই।এই সমস্যা সমাধানে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মানা হলে প্রত্যেকটি ক্যাম্পাসে এই আন্দোলনের আগুন জ্বলে উঠবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।##

পছন্দের আরো পোস্ট