খুবিতে কারিকুলা উন্নয়ন শীর্ষক কর্মশালা

মঙ্গলবার (২৩ আগস্ট ২০১৬) দুপুর সাড়ে ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর একাডেমিক ভবনে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে দিনব্যাপী কারিকুলা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং বিশেষ অতিথি জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Post MIddle

প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সব সময় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। শিক্ষার্থীদের চোখে শিক্ষকের স্থান এবং শিক্ষকের চোখে শিক্ষার্থীদের অবস্থান সঠিকভাবে মূল্যায়ণ করতে হবে। আমি বিশ্বাস করি আমার চেয়েও আপনারা এই প্রতিষ্ঠানকে বেশি ভালোবাসেন তা আপনারা আপনাদের কার্যক্রমে প্রকাশ করবেন। তাহলে এই বিশ্ববিদ্যালয় একটি ইউনিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রকাশ পাবে। আপনাদের এই কাজ যদি অব্যাহত থাকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা থাকে তাহলে অচিরেই খুলনা বিশ্ববিদ্যালয় র‌্যাকিংয়ে প্রথমস্থানে জায়গা করে নেবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। এ সময় এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সকল শিক্ষক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও অন্যান্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট