চুয়েটে শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উদ্যোগে সম্প্রতি নতুন নিয়োগপ্রাপ্ত, উচ্চতর ডিগ্রি সম্পাদনকারী এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণের সম্মাননা প্রদান অনুষ্ঠান বুধবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

Post MIddle

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশে চুয়েট এগিয়ে যাচ্ছে। শিক্ষা-গবেষণার সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনী ধারণার মাধ্যমে চুয়েটকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে তিনি সকলকে নিরলস পরিশ্রমে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।##

পছন্দের আরো পোস্ট