গভর্মেন্ট স্কলারশীপ নিয়ে সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা
প্রতিবছর মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল রিসার্চ কোর্স করার জন্য সুইজারল্যান্ড সরকার বিশ্বের প্রায় ১৮০ টি দেশের শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়। ফেডারেল কমিশনের মাধ্যমে ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশীপ’ এর অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এ স্কলারশীপ দেয়া হয়। ২০১৭-১৮ সেশনে আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরাও । আবেদন প্রক্রিয়া এ মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
কোর্স লেভেল: পিএইচডি, পোস্ট-ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম ও মাস্টার্স(ফাইন আর্টস) এর জন্য এ স্কলারশীপ দেয়া হবে।
বিষয়: বিভিন্ন বিষয়ে এ স্কলারশীপ দেয়া হবে। শিক্ষার্থী নিজের যোগ্যতা অনুযায়ী বিষয় পছন্দ করার সুযোগ পাবে।
স্কলারশীপ:
- পিএইচডি ও মাস্টার্স প্রোগ্রামের জন্য মাসিক ১৯২০ সুইস ফ্রাঙ্ক স্কলারশীপ দেয়া হবে। এছাড়া পোস্ট ডক্টারাল রিসার্চ প্রোগ্রামের জন্য ৩৫০০ সুইস ফ্রাঙ্ক দেয়া হবে।
- টিউশন ফি।
- স্বাস্থ্য ভাতা।
- আংশিক বিমান ভাড়া (স্কলারশীপের মেয়াদ শেষে দেয়া হবে)।
- হাউজিং এর জন্য ৩০০ সু্ইস ফ্রাঙ্ক।
- এক বছরের জন্য পাবলিক ট্রান্সপোর্টে অর্ধেক ভাড়ার সুযোগ।
যোগ্যতা:
- নির্ধারিত প্রোগ্রামে আবেদন করার জন্য সাধারনত প্রয়োজনীয় সকল যোগ্যতা।
- আবেদন করার সময় বয়স অনধিক ৩৫ বছর হতে হবে।
- যারা কমপক্ষে এক বছর ধরে সুইজারল্যান্ডে বসবাস করছে তারা অযোগ্য বিবেচিত হবে।
ভাষাগত যোগ্যতা: আবেদনকারীকে ইংরেজী ভাষা দক্ষতা যাচাই পরীক্ষায় উল্লেখযোগ্য নম্বর অর্জন করতে হবে।
আবেদন প্রক্রিয়া: অনলাইন আবেদন করার লিঙ্ক ও স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।##