ইস্টার্ন ইউনিভার্সিটিতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

_MG_0797ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) এর আয়োজনে সোমবার (১ আগষ্ট) জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ’জঙ্গিবাদের বিরুদ্ধে তারুণ্য’ এই শ্লোগান নিয়ে র‌্যালিটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শেখ সাইদুর রহমান, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ডীন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।

 

Post MIddle

বিভিন্ন রংয়ের ফেস্টুনে শিক্ষার্থীদের শ্লোগান ছিলো, ’দৃঢ়তায় একতায় রুখবোই জঙ্গিবাদ’। পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে এবং সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করতে হবে। তিনি আরও বলেন, ইস্টার্ন ইউনিভার্সিটি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ’জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করেছে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট