শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ

শুক্রবার (২২ জুলাই ২০১৬ )সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ‘শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র’ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্যে মানবতার পক্ষে সকলকে কাজ করে যেতে হবে।

 

Post MIddle

অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ ইসমাইল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং শেরে বাংলা স্মৃতি বৃত্তি কমিটি ২০১৬-এর আহ্বায়ক ড. এম কামাল উদ্দীন জসিম।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট