শিক্ষার্থী মুখর ইবি ক্যাম্পাস, ক্লাস-পরীক্ষা শুরু

ইবি/iuপবিত্র রমজানের ৪৬ দিন ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও শিক্ষার্থীদের পদচারণায় পুরোদমে মুখর হয়ে উঠেছে। রোববার (১৭ জুলাই) রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলেছে। সকাল নয়টায় একযোগে সবকটি হল খুলে দেয়া হয়। এসময় প্রক্টর ড. মাহবুবর রহমান প্রত্যেকটি হলে সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। খোলার সাথে সাথে হলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

 

রোববার হল খোলা হলেও গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। হল খোলার পর ক্যাম্পাসের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাঁস ও আনন্দ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রায় দেড়মাসের ছুটি শেষে প্রাণের ক্যাম্পাসে ফিরে অনেকেই আবেগাপ্লুত।

 

Post MIddle

তবে ক্যাম্পাসের প্রথম দিনে শিক্ষার্থীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় হল গুলোতে প্রভোস্ট, আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট