নর্দানে পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে গরীব ও সুবিধা বঞ্ছিত শিশুদের মাঝে খাবার ও জামা কাপড় বিতরন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত অর্থে ক্লাব টি এ কার্যক্রম বাস্তবায়ন করে। ধান মন্ডির শঙ্কর এ অবস্থিত ক্লাব টি পরিচালিত “আদর্শ পাঠশালা”র ১০০ জন ছাত্র ছাত্রী র মাঝে এ বিতরন সম্পন্ন হয়।

 

“আদর্শ পাঠশালা” সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এর একটি নিয়মিত বিনা মুলে শিক্ষা দান কার্যক্রম যা অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছে গরীব কোমলমতি শিশুদেরকে। নিঃসন্দেহে এ ধরনের শিক্ষালয় পরিচালনায় অন্যান্য বিশ্ববিদ্যালয় কে পথ দেখাচ্ছে এন ইউ বি ।

 

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আনোয়ারুল করীম। আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস এর ডীন প্রফেসর মোস্তফা কামাল, হেড ডঃ এক রামুল ইসলাম, ক্যাম্পাস কো অরডিনেটর মোঃ ফইযুল্লাহ কৌশিক, শিক্ষক মণ্ডলী ও ক্লাব এর বিপুল সংখ্যক সদস্য।

 

ক্লাব এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডঃ শারমিন ইসলাম উক্ত কার্যক্রমে সমন্বয়কের ভুমিকা পালন করেন। ##

পছন্দের আরো পোস্ট