ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যহতি

939809a7-0841-4feb-bd4e-1bb66cc19df2
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে অব্যহতি দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে প্রেরিত এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। ফ্যাক্স বার্তায় উল্লেখিত স্মারক নং শিম/শাঃ ১৮/৭ ই বি-৩/২০০৫/২১৬।

 

 

 

শিক্ষা মন্ত্রণালয় উপ সচিব (বিশ্ববিদ্যালয়-২) শাহনাজ সামাদ স্বাক্ষরিত এ ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০(১) ধারা অনুযায়ি নিয়োগাদেশের (ক) শর্তানুসরে প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে উপাচার্যের পদ থেকে অব্যহতি প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপত করা হয়েছে।

 

Post MIddle

 
তবে এতে নতুন করে কাউকে নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূণ্য রয়েছে। উল্লেখ্য, গত ২০১২ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি ও আচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে চার বছরের জন্য নিয়োগ দেন।

 

লেখাপরা২৪/এমটি

পছন্দের আরো পোস্ট