গণবির ফার্মেসী বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

13515342_1012245322227486_1700227879_n

আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার(২২ জুন) বিশ্ববিদ্যালের একাডেমিক ভবনের ২য় তলায় ২১০ ও ২১১ নং কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহউদ্দীন আহমেদ। ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদের সভাপতিত্বে দোয়া ও মোনাজাতের মাধ্যামে অনুষ্ঠান শুরু হয়। ফার্মেসী বিভাগের শিক্ষক,প্রবীণ শিক্ষার্থী ও অধ্যয়নরত প্রতিটি ব্যাচের প্রায় ৩ শাতধিক শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন।

 

Post MIddle

13521036_1012245325560819_719935688_n

 

অনুষ্ঠানের শেষে গণবির ফার্মেসী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যাদের আলোচনা অনুষ্ঠিত হয়। ২৭ মত ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান  জানান, নবীন ও প্রবীন শিক্ষার্থীদের অংশগ্রহনে এমন আয়োজন বিভাগের জন্য খুবই ভালো উদ্যোগ। এর মাধ্যমে সবার সাথে আন্তঃযোগাযোগ বৃদ্ধি পাবে।

 

প্রবীন শিক্ষার্থী ও ফার্মেসী বিভাগের শিক্ষক আব্দুর রউফ ভবিষ্যৎে এমন আয়োজনের মাধ্যমে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে  সম্পর্ক আরও ভালো হবে  বলে আশাবাদ ব্যাক্ত করেন।

 

লেখাপড়া২৪/এমটি/২২৩

পছন্দের আরো পোস্ট