আশা ইউনিভার্সিটির ডীন হলেন অধ্যাপক ইকবাল

ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক অধ্যাপক এবং পরিচালক অধ্যাপক ইকবাল আহমদ সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন হিসেবে যোগদান করেছেন। তিনি দীর্ঘ ৩৮ বছর আইবিএ’তে শিক্ষকতা করেছেন।

 

Post MIddle

শিক্ষা জীবনে অধ্যাপক ইকবাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং এস্টোন ইউনিভার্সিটি, বামিংহাম, ইংল্যান্ড থেকে ইন্ডাষ্ট্রিয়াল এ্যাডমিনিস্ট্রেশন (মেজর ইন মার্কেটিং)-এ এমএসসি এবং আইএসএস, দি হেগ, হল্যান্ড থেকে ইন্ডাষ্ট্রিয়াল রিলেশনস এ্যান্ড লেবার ইকোনমিকস্-এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। এছাড়া হাভার্ড ইউনিভার্সিটি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, আইএসবি, ম্যানিলা, বিএমডিসি, বাংলাদেশ এবং আইসিটি, জেনেভা থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে একাধিক পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন। অধ্যাপক ইকবাল আহমদ কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও রিসার্চ এসোসিয়েট, এডমিনিস্ট্রেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বিমান, সাধারণ বীমা কর্পোরেশন বোর্ড-এর পরিচালক এবং ন্যুনতম মজুরী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আহমদ এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্ব ব্যাংকসহ দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শকেরও দায়িত্ব পালন করেছেন। তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা, ইন্ডাষ্ট্রিয়াল রিলেশন্স এ্যান্ড লেবার মুভমেন্ট, সাংগঠনিক আচরণ, কর্মী ব্যবস্থাপনাসহ বেশ কিছু বই রচনা করেন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা, অধ্যাপক আহমদ সমাজ সেবায় নিবেদিত এবং রোটারী ক্লাবের সাথে জড়িত।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট