পিএইচডি করে কুলির চাকরির জন্য আবেদন!

পড়ালেখা শেষ করে কিংবা তার আগেই একজন শিক্ষার্থীর আশা থাকে সরকারি চাকরি পাওয়ার। তাই বলে কুলির পদের জন্য এমফিল-পিএইচডি, স্নাতকোত্তর পাস করে আবেদন করবে? এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্রে। শুধু ভারতেই নয় আমাদের দেশেও একটি পিয়নের চাকরি জন্য অনেক ছেলে স্নাতকোত্তর পাস করে আবেদন করে। তাতেও তাদের ভাগ্যে সরকারি চাকরি জোটে না।

 

মাস ছয়েক আগে ভারতে সরকারি চাকরি কুলির পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল। যোগ্যতা চাওয়া হয়েছিল ক্লাস ফোর পাস। কিন্তু আবেদনপত্র দেখে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের।

 

Post MIddle

এই কুলির চাকরি পাওয়ার জন্য ৫ জন এমফিল, ২৫৩ জন স্নাতকোত্তর, ৯ জন স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ১০৯ জন ডিপ্লোমাধারী ব্যক্তি আবেদন করেছেন। মোট ৯৮৪ জন স্নাতক ডিগ্রিধারী আবেদন করেছেন এ পদের জন্য।

 

জানা গেছে, মোট পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। আর এতে আবেদন করেছেন মোট ২ হাজার ৪২৪ জন। এ নিয়েই সমস্যায় পড়েছেন মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তারা। গত বছর ডিসেম্বর মাসে এ পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আগামী আগাস্টে পরীক্ষা নেয়া হবে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট