গ্রিন ইউনিভার্সিটিতে নাট-টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত

NAT-TEST-Photograph (2)২০১৬ সালের তৃতীয় জাপানিজ ভাষা দক্ষতার নাট-টেষ্ট পরীক্ষা অদ্য ১৯ জুন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩৬৩ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। তন্মধ্যে ৩৫২ জন ছিল এন৫, ১৩ জন ছিল এন৪ এবং ০১ জন ছিল এন৩ এর পরীক্ষার্থী।

 

Post MIddle

গ্রিন ইউনিভার্সিটিতে প্রতি দুমাস অন্তর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ ছাড়াও সার্কভূক্ত দেশগুলো থেকেও জাপানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা গ্রিন ইউনিভার্সিটিতে এ পরীক্ষায় অংশ নিয়ে থাকে। গত ৩১ জানুয়ারি ২০১৫ তারিখে জাপানের Senmon Kyoquku Publishing Co. Ltd এর সাথে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ‘গ্রিন ইউনিভার্সিটি’ বাংলাদেশে একমাত্র নাট-টেষ্ট পরীক্ষা কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।

 

ভোকাবুলাারি, লিসেনিং, গ্রামার ও রিডিং মডিউল বিশিষ্ট এ নাট-টেষ্ট পরীক্ষার মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা ও জব ভিসায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জাপানীজ ভাষার উপর দক্ষতার মূল্যায়ন করা হয়।

 

 

পছন্দের আরো পোস্ট