জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দোগে মানববন্ধন কর্মসূচি

NU Press Release 19.06.2016দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে গোষ্ঠীবিশেষের গুপ্তহত্যা, সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে ১৪ দল আহূত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচিতে “গুপ্তহত্যা, সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী রুখে দাঁড়াও” লেখা ব্যানারসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঢাকার রাসেল স্কোয়ারে বিকেল ৩-৪ টা পর্যন্ত দাঁড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সহমর্মীতা প্রকাশ করেছেন। এরপর সেখানে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,“বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। ঐতিহাসিকভাবে এদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী। টার্গেট-কিলিং বা গুপ্তহত্যা করে কিছু মানুষের প্রাণহানি হয়তো ঘটানো যায় কিন্তু এর মাধ্যমে বাংলাদেশকে পারস্পরিক সম্প্রীতির আদর্শ থেকে কিছুতেই বিচ্যুত করা যাবে না।

 

Post MIddle

সারা দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসুচিতে অংশগ্রহণের মাধ্যমে এ বার্তাই পৌঁছে দেয়।” উপাচার্য ছাড়াও এ কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ, ডিন অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ড. মোবাশ্বেরা খানম, ড. আবু রায়হান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসাইন, শিক্ষক অধ্যাপক শামসুদ্দিন ইলিয়াস, ড. নাসিরউদ্দিন, ড. মনিরুজ্জামান শাহীন, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ অংশগ্রহণ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট