ইউএপিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর এনভায়রনমেন্ট এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাব (ইডিএমসি) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ পালন করেছে। দিনব্যাপী এই আযোজনের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ”বন্যাপ্রাণীদের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে যুদ্ধ।”

 

এ বিষয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ এর উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মুল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড ওয়াস এর টেকনিক্যাল উপদেষ্টা ড. আবদুল্লাহ আল-মূয়ীদ। তিনি জীবন, জীবিকা এবং পরিবেশের উপর বিশদ বর্ণনা রাখেন।

 

Post MIddle

এর আগে ক্লারের পক্ষ থেকে একটি র‌্যালীর আয়োজন করা হয়। অধ্যাপক এম আর কবীর, উপ উপাচার্য, ইউএপি র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন। পরে উপ উপাচার্য কবুতর উড়িয়ে র‌্যালীর সমাপ্তি ঘোষণা করেন এসময় শিক্ষক-শিক্ষার্থীদেরকে অংশগ্রহনের জন্য অভিনন্দন জানান।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট