নর্দানে ‘জাতিসংঘের শরণার্থী বিষয়ক’ সেমিনার

4bc0cd30-0858-42db-a2d1-c7ec8cd12373
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশে আগামী ২০ শে জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন অফিস ও নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শরণার্থী বিষয়ে উন্মোক্ত তথ্য দিবস আয়োজন করা হয়।

 

 

 
সেমিনারে উপস্থিত ছিলেন দেশের প্রবীন শিক্ষাবিদ, নর্দান ইউনির্ভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও আইন অনুষদের ডীন প্রফেসর ড.এ.ডব্লিয়.এম আব্দুল হক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন অফিস এর ফারহিন খান, জোসেফ সূর্যমণি ত্রিপুরা,সৌভিক দাস তমাল, নর্দান ইউনির্ভাসিটির আইন অনুষদের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আফরোজা বিলকিস।
সেমিনারে বক্তারা শরণার্থীদের আশ্রয় প্রদান ও অধিকার নিশ্চিতকরন, নাগরিকত্বহীনতা রোধ, মানবধিকার বলবৎকরণ প্রভৃতি সমসাময়িক গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করেন।

 

 

 

Post MIddle

 
সেমিনারে অন্যান্যেদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন,বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

 

 

লেখাপড়া২৪/এমটি/ ৪০৩

পছন্দের আরো পোস্ট