বিশ্ব পরিবেশ দিবসে নর্থ সাউথে সেমিনার

6b1dc936-0877-4db3-93b1-9e922814ab61

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ১ জুন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণি সংরক্ষণ ও সুরক্ষা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় । বন্যপ্রাণি সংরক্ষনের মাধ্যমে পরিবেশ রক্ষার সচেতনা বাড়াতে এ সেমিনার আয়োজন করা হয়।

 

 

 

 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রইচউল আলম মণ্ডল ও এনএসইউ স্কুল অব হেল্‌থ অ্যান্ড লাইফ সায়েন্সস এর ডীন অধ্যাপক ড. জি ইউ আহসান এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

 

 

 

 

Post MIddle

পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণে হুমকির মুখে মানব স্বাস্থ্য। দূষণ রোধে বিভিন্ন সময়ে নেয়া পদক্ষেপ মেনে না চলায় প্রতিনিয়ত পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সার্বিক দূষণের জন্য মানব সৃষ্ট কারণগুলো অনেকটা দায়ী বলে মনে করেন বক্তারা। তাদের মতে, সার্বিক দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। যার প্রভাব পড়ছে সব ধরনের কার্যক্রমের ওপর।

 

পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের আরও বেশী সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

 

 

লেখাপড়া২৪/এমটি/১০৭

পছন্দের আরো পোস্ট