ইউল্যাবে সামার ওরিয়েন্টেশন ফেস্ট

001ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ একটিভ লার্নিং ও লিবারেল আর্টস অনুশীলনের উপর গুরুত্ব দিয়ে আজ (২২ মে ২০১৬) রোববার তার ধানমণ্ডি নিজস্ব ক্যাম্পাসে “ইউল্যাব সামার ওরিয়েন্টেশন ফেস্ট” অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনের প্রথম দিনে ইউল্যাবের একাডেমিক নিয়ম, মিশন, ভিশন, ক্যারিয়ার সার্ভিস, লাইব্রেরী, আইটি, ক্লাব এ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়। এছাড়াও নতুন শিক্ষার্থীর জন্য ছিল কুইজ ও সেলফি কন্টেস্টে অংশ নেয়ার সুযোগ।

 

Post MIddle

ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র এ্যাডভাইজর ও একাডেমিক ডেভেলপমেন্ট ও রিসার্চ বিভাগের ডীন ডক্টর ব্রায়ান সোস্মিথ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জুডিথা ওলমাখার ও উপ-উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক নতুন শিক্ষার্থীদের প্রতি বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও কমিউনিকেশনস অফিস যৌথভাবে এ অনুষ্ঠানটি আয়োজন করে।

 

003

পছন্দের আরো পোস্ট