ইউজিসিতে বইয়ের মোড়ক উন্মোচন

11.05.2016প্রফেসর ড. মনজুরুল ইসলাম কর্তৃক রচিত ও পার্ট্রজি সিঙ্গাপুর (এ পেঙ্গুইন র‌্যানডম হাউজ, ইউএসএ) কর্তৃক প্রকাশিত এ ম্যানুয়াল অভ স্টাইল এন্ড স্ট্যান্ডার্ডস ইন একাডেমিক রাইটিং, এডিটিং এন্ড পাবলিশিং শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ (১১মে) বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি।

 

ড. শুদাংশু শেখর রায়, ডিপার্টমেন্ট অব প্রিন্টিং এন্ড পাবলিশিং স্টাডিজ, ঢাকা ইউনিভার্সিটি, জনাব মফিদুল হক, ডাইরেক্টর,পাবলিশার, সাহিত্য প্রকাশ এবং প্রফেসর মেসবাহ উদ্দিন আহমেদ, প্রধান, কোয়ালিটি এসিউরেন্স ইউনিট, ইউজিসি বইয়ের ওপর আলোচনায় অংশ নেন।

 

Post MIddle

ইউজিসি চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, ছাত্র, শিক্ষক, গবেষক, লেখক ও সম্পাদকের জন্য পান্ডুলিপি রচনা ও সম্পাদনার ক্ষেত্রে বইটি খুবই উপযোগী। বই লেখার ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন সম্পাদনার উপর তিনি গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইউজিসির কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট