ঢাবির ৩২ শিক্ষার্থীর বৃত্তি লাভ

????????????????????????????????????

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের ৩২জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড বৃত্তি লাভ করেছেন। ৯ মে ২০১৬ সোমবার ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বিজনেস স্টাডিজ অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব:) ডা. মো: রেজাউল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস মোহাম্মদী খানম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের মানব সম্পদ উন্নয়নে এগিয়ে আসার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। তিনি অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কর্পোরেট হাউসে ‘শিক্ষা ঋণ’ এবং ‘পেইড ইন্টার্নশীপ’ প্রোগ্রাম চালুর ওপর গুরুত্বারোপ করেন।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষাখাতের বিনিয়োগকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসাবে বর্ণনা করে বলেন, শিক্ষা ছাড়া মানব সভ্যতার উন্নয়ন সম্ভব নয়। তিনি জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শিক্ষাখাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছিলেন বলেও উপাচার্য উল্লেখ করেন।

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো: হারুন শেখ, মনিরুল ইসলাম (ইন্টারন্যাশনাল বিজনেস), সারওয়ার জাহান, মো: সিরাজুল ইসলাম, আল-মামুন, আনোয়ার হোসেন (ফিন্যান্স), মো: আবদুল আজিজ, মো: আবদুল্লাহ কবির, স¤্রাট শেখ সাজ্জাদ হোসেন, রাজিব দাস, সন্তোষ রবি দাস, মাসুম মিয়া, মো. সাইফুল ইসলাম, রওশানা আকতার, রাজিয়া সুলতানা (মার্কেটিং), জাহিদ আবেদিন (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), মোসা. নুরহাত জাহান, সৈয়দা সাদিয়া আফরিন (একাউন্টিং) এবং রিতা ভট্টাচার্য (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স)।

 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো: নূর ইসলাম, সুজন মিয়া, মো: শাকিল মির্জা, মো: রানা হোসেন, মো: রানা আহমেদ (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), মিতা রানী পাল (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স), জান্নাতুল ফেরদৌস খান, সুবর্ণা ঘোষ, মেহের বানু (ফিন্যান্স) এবং তাহিরা বিনতে ইউনুস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস)। এছাড়া, দুইজন শিক্ষার্থী প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড বৃত্তি লাভ করেছেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট