রাবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত
আজ বিশ্ব ভেটেরিনারি দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। শনিবার দিবসটি উপলক্ষে ফ্রি এনিমেল হেলথ ক্যাম্প ও একটি আলোচনসভা অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি ছাত্র সমিতির উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে ‘কনটিউনিং এডুকেশন উইথ অ্যা অন হেলথ ফোকাস’ শিরোনামে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি এ- এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি খন্দকার মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদার ও অধ্যাপক মো. গোলবার হোসেন।
এসময় বক্তারা বলেন, বিশ্বে প্রায় ৮০টি জুনোটিক রোগ প্রাণি হতে মানব শরীরে সংক্রমিত হয়। কাজেই সুস্থ জাতি গঠনে এসব রোগ থেকে জনসাধারণকে মুক্ত করতে ভেটেরিনারিয়ানরা সচেতন করে তুলবে। এসব বিষয়ে গড়ে তুলবে হবে জনসচেতনতা।
এর আগে রাবির নারিকেলবাড়িয়া ভেটেরিনারি ক্লিনিকে ফ্রি এনিমেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন রাবির কৃষি অনুষদের ডীন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এসময় ক্লিনিকের প্রশাসক ড. এস.এম. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ সারওয়ার জাহান, অধ্যাপক শাহ মো. আব্দুর রউফ। ক্যাম্পটি স্পন্সর করেন রেনেটা এনিমেল হেলথ।##
লেখাপড়া২৪.কম/এমএইচ