ঢাবি জহুরুল হক হলে বাঁধনের নবীন বরণ ও ডোনার সংবর্ধনা
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” স্লোগান নিয়ে গতকাল (২৯ এপ্রিল ২০১৬) শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ‘বাঁধন’ আয়োজিত ‘নবীন বরণ এবং ডোনার সংবর্ধনা-২০১৬’ উপলক্ষে এক অনুষ্ঠান হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুনশী এম. হাবিবুল্লাহ এবং ‘বাঁধন’ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইউনিটের উপদেষ্টা শিক্ষক মো: আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাঁধন’ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইউনিটের সভাপতি মো: মেহেদী হাসান।