কুয়েটে বোর্ড অব গভর্ণরস এর সভা

IDM-2

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) এর বোর্ড অব গভর্ণরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

Post MIddle

বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং সভার সদস্য-সচিব ছিলেন আইডিএম এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল বাশার। সভায় অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েটের পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইউআরপি বিভাগের প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী, রুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. নিয়ামুল বারী, কুয়েটের আইডিএম এর প্রভাষক এস এম তারিকুল ইসলাম ও মোঃ হাসিবুল হাসান।

 

 

 

 

সভায় আইডিএম এর স্নাতকোত্তর পর্যায়ের এবং বিভিন্ন প্রফেশনাল ও পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের একাডেমিক অর্ডিন্যান্স ও সিলেবাস অনুমোদন করা হয় এবং অনুমোদিত রুলস ও রেগুলেশন পর্যালোচনা করা হয়।

পছন্দের আরো পোস্ট