বাকৃবিতে প্রগতিশীল ছাত্রজোটের হরতাল

তনু হত্যার বিচারসহ সারাদেশে গুম-খুন-ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অর্ধদিবস হরতাল পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিটি পালন করা হয়।
সোমবার সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। এসময় মিছিলটি পুলিশি বাধার সম্মুখীন হয়।
পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, কামাল-রঞ্জিত মার্কেট ও বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখার সহ-সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, আহ্বায়ক সিফাত হোসাইন জয়া প্রমুখ বক্তব্য দেন।
এসময় তারা হরতালের সমর্থণে বের করা মিছিলে পুলিশি বাধার নিন্দা জ্ঞাপণ করেন।