খুবিতে আবৃত্তি সংগঠন ওংকার শৃণুতার কর্মশালা
আজ ২৩ এপ্রিল শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২নম্বর একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবৃত্তি সংগঠন ওংকার শৃণুতা এর উদ্যোগে প্রমিত উচ্চারণ ও কন্ঠস্বরের প্রয়োগ কৌশল এর ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উদ্বোধক হিসেবে ছিলেন ওংকার শৃণুতার উপদেষ্টা এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনা আবৃত্তি সমন্বয় মঞ্চ আহবায়ক কাজল ইসলাম এবং সাবেক সদস্য-সচিব জগজ্জীবন জয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উক্ত আবৃত্তি সংগঠনের সদস্যবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#
আরএইচ