ইবিতে বঙ্গবন্ধু পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

2ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানকে জড়িয়ে দৈনিক সমকাল পত্রিকায় কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের প্রতিবাদে কুষ্টিয়া শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত ঘন্টাব্যপী এ মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের য্গ্মু-আহবায়ক শেখ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. গৌতম কুমার দাস, ড. শেখ মোঃ রেজাউল করিম, ড. বাকী বিল্লাহ বিকুল, মোঃ আবদুল্লাহিল আল মাবুদ জুয়েল, ইয়াকুব আলী রক্সি, লিটন বরণ শিকদার, কর্মকর্তা নওয়াব আলী খান, চন্দন কুমার দাস, আব্দুর রশীদ বকুল, সাইদুর রহমান তপন, দেওয়ান টিপু সুলতান, গোলাম কাওসার, মনিরুজ্জামান মিল্টন ও আনোয়ার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি জুয়েল রানা হালিম, সাবেক যুগ্ম-আহবায়ক সজিবুল ইসলাম সজিব, সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও ছাত্র নেতা আরাফাত, সবুজ, কবির, নাজমুল, সুমন, মানিক, এনামুল, মাহফুজ, সাদ্দাম, জ্যোতি, হাকিম, মোস্তাফিজ, আনন্দ, রাসেল, পলাশ, রবিউল প্রমুখ।

 

Post MIddle

নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কতিপয় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, অনুপ্রবেশকারী গোষ্ঠি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান সম্পর্কে জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনে সহযোগিতা করেছেন যা নিন্দনীয় ও দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তির দাবী জানাচ্ছি। তারা আরো বলেন, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাই, আপনারা কারো প্ররোচনায় নয়, সঠিত তথ্যের মাধ্যমে তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করুন।

 

এদিকে অধ্যাপক শাহিনুর রহমানকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইবি বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম।#

 

 

আরএইচ

 

পছন্দের আরো পোস্ট