স্নাতকোত্তর কোর্সে রিলিজ স্লিপে আবেদন ২৫ এপ্রিল শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/বিপিএড/বিএমএড/বিএসএড/ এমএড/ এমএসএড/এলএলবি শেষ বর্ষ ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল ২০১৬ তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে।
এ ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে তারা আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করেনি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
এ ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd/admissions থেকে জানা যাবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।