শিক্ষার্থীদের বিদায় ও বরণ কুয়েট বঙ্গবন্ধু হলে

KUET-3খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের ২০১১ ব্যাচের ছাত্রদের বিদায় সংবর্ধনা ও ২০১৫ ব্যাচের ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আয়োজনে অনুষ্ঠানটি ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অমর একুশে হলের প্রভোষ্ট প্রফেসর ড. সোবহান মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

 

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুরকৌশল অনুষদ এর ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক, তওই কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ওসমান গনি। এছাড়া অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করেন। এসময় অতিথিবৃন্দ নবীন ছাত্রদের ফুল ও বিশেষ উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট