এশিয়ান ইউনিভার্সিটি’র ২৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

01

২১ এপ্রিল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে। এইউবি’র উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এতে সভাপতিত্ব করেন।

 
সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফল অনুমোদন, হেকেপ (আইকিউএসি)-এইউবি’র কার্যক্রমের প্রতিবেদনসহ এইউবি’র সামগ্রিক শিক্ষা কার্যক্রমের উপর পর্যালোচনা করা হয়। এ সভায় আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত কাজের অগ্রগতি এবং সেখানাকার শিক্ষা কার্যক্রমের প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

 

 
এইউবি সিন্ডিকেট এর অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামানসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

 

পছন্দের আরো পোস্ট