বৃত্তিতে ব্রিটিশ শিক্ষার সুযোগ দিচ্ছে ডিআইএ

diiaচাকরি পাওয়ার ক্ষেত্রে এখন সবচেয়ে এগিয়ে তথ্য-প্রযুক্তিবিষয়ক ডিগ্রি। কিন্তু দেশের মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন থাকে বিদেশ থেকে এমন ডিগ্রি লাভ। তবে এক্ষেত্রে তাদের জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় বিপুল খরচ, যা অনেকের পক্ষেই কঠিন। স্থানীয় শিক্ষার্থীদের এই স্বপ্ন পূরণে সহায়তা দিচ্ছে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ডিআইএ।

 

Post MIddle

প্রতিষ্ঠানটিতে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ব্রিটেনের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি ‘বিআইটি’ করা যায়। যে কোনো গ্রুপে এইচএসসি বা এ লেভেল অথবা সমমান উত্তীর্ণরা এটি করতে পারে। এ ছাড়া ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা ২ বছরে প্রোগ্রামটি করতে পারবে। টিউশন ফি মাত্র ৬-৬.৫ লাখ টাকা, যা কিস্তিতে পরিশোধযোগ্য। বছরে চারটি সেশনে বিআইটি করা যায়। আরও জানতে ০১৭১৩৪৯৩১৬৩। ভিজিট www.daffodil.ac.. উল্লেখ্য, মেধাবী, মুক্তিযোদ্ধার সন্তান ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০-১০০% পর্যন্ত বৃত্তি।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট