ভাষা প্রতিযোগ: ঢাকা অঞ্চলের নিবন্ধন চলছে
ভাষা প্রতিযোগের ঢাকা আঞ্চলিক উৎসবে যোগ দেওয়ার জন্য নিবন্ধন চলছে। ২২ এপ্রিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগের ১২তম আসর বসবে। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন করা হচ্ছে।
ছয় জেলার শিক্ষার্থীরা এ উৎসবে যোগ দেবে। জেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা। ২০০৫ সাল থেকে প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব আয়োজন করা হচ্ছে। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা জাতীয় উৎসবে অংশ নেবে।
ঢাকা অঞ্চলের নিবন্ধনের স্থান: ১৯ কারওয়ান বাজার, (দ্বিতীয় তলা) ঢাকা। ফোন: ০১৯২৬৮৭১৪৫৩ ও ০১৬৭৩৯৮৮২৪৩। ২০১৫ সালের অধীত শ্রেণি অনুযায়ী বিভাগ নির্ধারিত হবে। প্রাথমিক বিভাগে চতুর্থ, পঞ্চম, স্ট্যান্ডার্ড-৪ ও স্ট্যান্ডার্ড-৫; নিম্নমাধ্যমিক বিভাগে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, স্ট্যান্ডার্ড-৬, স্ট্যান্ডার্ড-৭ ও স্ট্যান্ডার্ড-৮; মাধ্যমিক বিভাগে নবম, দশম, এসএসসি পরীক্ষার্থী, ও-লেভেল এবং উচ্চমাধ্যমিক বিভাগে একাদশ, দ্বাদশ, এইচএসসি পরীক্ষার্থী ও এ-লেভেলের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিজ্ঞপ্তি।#
আরএইচ