ইউল্যাবে বর্ষবরণ

1ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ অনুষ্ঠিত হল বর্ষবরণ ১৪২৩। রোববার ১৭ এপ্রিল ২০১৬ (৪ঠা বৈশাখ, ১৪২৩) বাংলা নতুন বছর কে স্বাগত জানাতে ইউল্যাব এ আয়োজন করে। দিনব্যাপি এ আয়োজনে থাকে  বৈশাখী মেলা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ক্লাবের উদ্যোগে হরেক রকমের দেশী খাবারের পসরা সাজিয়ে ক্যাম্পাসকে মুখরিত করে।

 

2সাংস্কৃতিক  অনুষ্ঠানে সংস্কৃতি সংসদ ও অন্যান্য ক্লাবের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃতি, প্রবন্ধ পাঠ  করে সবাইকে মুগ্ধ করেন।

 

ঐতিহ্যের ধারাবাহিকতায় স্বকীয়তা বজায় রেখে নতুন বছরকে স্বাগত জানাতে ছাত্র-ছাত্রীরা তাদের নিজস্ব ভাবনায় উপহার দেয় ব্যতিক্রমী নানা আয়োজন।

 

Post MIddle

3পহেলা বৈশাখ হচ্ছে বাঙ্গালীদের প্রাণের উৎসব। আর এ উৎসবকে একটু রাঙ্গাতে ইউল্যাবের ছাত্র-ছাত্রীদের এ আয়োজনকে সবাই প্রশংসা করেন।

 

ইউল্যাব প্রফেসর এমিরেটাস রফিকুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য আমিনাহ আহমেদ।

 

ইউল্যাব ট্রেজারার প্রফেসর মিলন কুমার ভট্টাচার্যি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট