রাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তার স্বার্থে নির্দেশনা

Rajshahi_University-medium20160128074553

নিরাপত্তার স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করা সহ কয়েকটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান এসব তথ্য জানিয়েছেন।

 

 

Post MIddle

তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। এদিন ক্যাম্পাসের ভেতরে ব্যাগ ও সকল প্রকার যানবাহন নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, চারুকলা গেট, মাজার গেট ও বধ্যভূমি গেট দিয়ে কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে দেয়া হবেনা। ওই সব গেট দিয়ে পায়ে হেটে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। প্রধান ফটক শুধুমাত্র বের হওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে গাড়ি নিয়ে সবাই প্রবেশ করতে পারবে। তবে সেই গাড়ি বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ও জুবেরী মাঠে নিজ দায়িত্বে রাখতে হবে।’

 

 

তিনি আরও বলেন,‘ওই দিন যেহেতু ক্যাম্পাসে বাহিরের অনেক লোক আসবে তাই সকল দিক বিবেচনা করে কোনো প্রকার ব্যাগ না আনতে সকলকে বলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় মাইকের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। তবে যদি কেউ ব্যাগ নিয়ে প্রবেশ করে তাহলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুঁজে দেখবে।’

 

 

রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল গেটেই পুলিশের সার্বক্ষণিক টহল থাকবে।’

 

পছন্দের আরো পোস্ট