হঠাৎ তুমি…
সূচনার লগ্নেই অপরূপ অনুভূতি,
জানি না তুমি কি ?
হে সুনয়না আমি অবাধ ভাবনায়-
তুমি মানুষ নাকি পরী ।
তোমার এলোচুলের ছোটাছুটি
আমার হৃদয় করেছে শিশু,
অজানাই রয়েছে মান্য কর কি ?
রাম,মোহাম্মদ,যিশু ।
তোমার মুখের ঝলকানো হাসি
মোরে করিয়াছে পাগল-
নয়ন ব্যাকুল ঐ হাসি দেখিতে,
আসুক যত ঝড়-বাদল ।
তোমার চঞ্চলা ছোটাছুটি যেন,
মনে জাগিয়েছে দোল ।
তোমার অনামিকা নঁখ দাঁতের ঘর্ষণে
উৎপন্ন করছে বিদ্যুৎ,
গরম জলের চুম্বনে যেন
ঝলসে গিয়েছে আমার বুক ।

তোমার নরম মনের গরম কথা-
কর্ণপাত হল যখন,
শুরু হল কাল-বৈশাখী
ঠায় দাড়িয়ে তখন ।
যুদ্ধ-বিদ্বেষ যতই হোক
ত্রি-আপনের সঙ্গে,
না পেলেও সকলের মন
ভীষণ রকম তুঙ্গে ।
আর এতকিছু হয়েছে কেবল-
শুধুই তোমার জন্যে ।
উৎসর্গঃ মেহেদী তারেক, এস. এ. খান