বাজার উন্নয়নে বেসিস সভাপতির দুই উপদেষ্টা মনোনীত

1459780769তথ্যপ্রযুক্তি খাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার উন্নয়নে মোস্তাফা জব্বার ও আব্দুল্লাহ এইচ কাফিকে বেসিস সভাপতির দুই উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে মোস্তাফা জব্বার স্থানীয় বাজার উন্নয়নে এবং আব্দুল্লাহ এইচ কাফি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বেসিস সভাপতিকে পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন।

 

বেসিসের সাবেক সহ-সভাপতি মোস্তাফা জব্বার বিসিএস এর দুইবারের নির্বাচিত সভাপতি। আনন্দ কম্পিউটার্সের এই স্বত্বাধিকারী বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয় কিবোর্ডের প্রতিষ্ঠাতা। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন তিনি।

 

Post MIddle

অপরদিকে জে.এ.এন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২২টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠন নিয়ে তৈরি হওয়া এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতিও ছিলেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট