জাবিতে ডীন নির্বাচন ৩০ এপ্রিল

JUজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন অনুষদের ডীন নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটানিং অফিসার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন  ১৯৭৩ এ্যাক্টের ২৬ এর ৫ ধারা অনুযায়ী এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ধারা-উপধারা অনুযায়ী বিভিন্ন অনুষদের ডীন নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম রিটানিং কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নিয়োগ দান করেছে বলে এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম বলেন, গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে এর আগে আমরা  উপাচার্যকে এক সপ্তাহের মধ্যে ডীন, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফিনান্স কমিটি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলাম।

 

Post MIddle

দীর্ঘদিন ধরে এই দাবিগুলো উত্থাপন করে আসছি। যার ফলে উপাচার্য ৩০ এপ্রিল ডীন নির্বাচনের তারিখ নিধারণ করেছে এবং বাকি নির্বাচনগুলো ডীন নির্বাচনের ২১ দিনের মধ্যে সম্পন্ন করবেন বলে আমাদের লিখিতভাবে আশ্বাস দিয়েছেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট