সিভাসুতে ফার্ম বেইজড ক্যাম্পাসের ভিত্তি স্থাপন

_DSC3128হাটহাজারীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) রিসার্চ এ- ফার্ম বেইজড ক্যাম্পাস-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। প্রচলিত শিক্ষা দিয়ে এটি সম্ভব হবে না। তাই বিশ্বমানের শিক্ষা, বিশ্বমানের জ্ঞান ও বিশ্বমানের দক্ষতা অর্জন করতে হবে। প্রচলিত শিক্ষা পদ্ধতির আমল পরিবর্তনের কোনো বিকল্প নেই।

 

মন্ত্রী আরো বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আধুনিক যুগের সবচেয়ে অস্ত্র হলো জ্ঞান ও প্রযুক্তি। আমাদের নতুন প্রজন্মকে প্রযুক্তির এ ধারায় অগ্রসর হতে হবে। এ সময় শিক্ষামন্ত্রী কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে বলে ঘোষণা দেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম.এ. সালাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান।

 

Post MIddle

হাটহাজারীর সদরে মোট ১০ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত “রিসার্চ এ- ফার্ম বেইজড ক্যাম্পাস” স্থাপন করা হচ্ছে। এখানে মাঠ পর্যায়ের গবেষণা ও ব্যবহারিক ক্লাসের জন্য গবেষণাগার নির্মাণ, ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, গোট ফার্ম, পুকুর-হ্যাচারি ও ফুড প্রসেসিং প্লান্ট স্থাপন করা হবে। এ ক্যাম্পাস নির্মাণের জন্য সরকার ৬৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

 

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়কে আরো বড় পরিসরে নিয়ে যেতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের মাধ্যমে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা থাকা উচিত। তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি সমন্বিত খাদ্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

 

শিক্ষামন্ত্রী আরো বলেন, শুধু শিক্ষা বা জ্ঞান বিতরণ করলে চলবে না। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অন্যথায় শিক্ষিত লোকেরাই নানা অপকর্মে তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারে। তাই ভাল মানুষ তৈরি করতে হবে। সৎ মানুষ তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষার মান বাড়াতে হবে। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট