৪ এপ্রিল গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অভিষেক

11347437_689350727831853_1944415995_oসাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২য় কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে আগামী(৪এপ্রিল)সোমবার। শনিবার (২এপ্রিল) বিশ্ববিদ্যালয় সূএে জানা গেছে, সাভারের গণস্বাস্হ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে বিকাল ৩টায় এ অনুষ্ঠান শুরু হবে। এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে থাকবেন ঢাকা-১৯ আসনের জাতীয় সংসাদ সদস্য ডা. এনামুর রহমান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন।

 

Post MIddle

অধ্যাপক দেলোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ ও সার্বিক গঠন মূলক মতামত প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।

 

উল্লেখ্য, বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এবং একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। এর আগে ২৯ সেপ্টেম্বর ২০১৩ সালে প্রথম কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট