উন্নয়নশীল দেশের জন্য অস্ট্রিয়ার স্কলারশীপ

Austria-Salzburg-(1024x460)এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দিবে অস্ট্রিয়া। দ্য আফ্রো-এশিয়ান ইন্সটিটউট (গ্রাজ) এর পক্ষ থেকে মাস্টার্স ও ডক্টরাল রিসার্চ এর জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ইউনিভার্সিটি অব স্টিরিয়া-তে পড়তে হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদন করা যাবে মে মাসের শেষ দিন পর্যন্ত।

 

 

স্কলারশীপের বিষয়:  শিক্ষার্থী ইউনিভার্সিটি অব স্টিরিয়াতে আছে এমন যে কোন বিষয়েই পড়তে পারবে।

 

কোর্স লেভেল: মাস্টার্স ও ডক্টরাল রিসার্চ

 

স্কলারশীপ: নির্ধারিত একাডেমিক কোর্স সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল খরচ কর্তৃপক্ষ প্রদান করবে। এছাড়া আবাসন খরচ ও যাওয়া-আসার খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।

 

যোগ্যতা:

Post MIddle
  • আগ্রহী শিক্ষার্থীকে শারিরীক ও মানসিক ভাবে অস্ট্রিয়ায় অবস্থান করার ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।
  • শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
  • ইংরেজী ভাষা দক্ষতা কোর্সে ন্যুনতম স্কোর থাকতে হবে
  • এছাড়া মাস্টার্স ও পিএইচডি কোর্সে আবেদন করার জন্য সাধারণত: প্রয়োজনীয় সকল যোগ্যতা

 

প্রয়োজনীয় কাগজপত্র:

  • শিক্ষার্থী নিজেকে কেন এ স্কলারশীপের জন্য যোগ্য মনে করে এ বিষয়ে একটি নিবন্ধ
  • সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ছবি
  • কারিকুলাম ভিটা

 

আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীকে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে  হবে।

 

স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও আবেদনপত্র ডাউনলোড করার জন্য এখানে  ক্লিক করুন।##

 

 

 

পছন্দের আরো পোস্ট