খুবির আর্টিস্ট ক্যাম্প বধ্যভূমিতে

kuবাংলাদেশ শিল্পকলা একাডেমি ২৫-২৬ মার্চ ২০১৬ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে একটি আর্টিস্ট ক্যাম্পের আয়োজন করে। উক্ত আর্টিস্ট ক্যাম্পে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ তরিকত ইসলাম আমন্ত্রিত শিল্পী হিসেবে যোগদেন। এ ক্যাম্পে দেশের ১৫ জন বরেণ্য চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। শিল্পীগণ ঐ অঞ্চলের মানুষের এবং গণহত্যায় শহীদের স্বজনদের অনুভূতি এবং ঐ স্থানকে অনুভব করে তাঁরা শিল্পকর্ম রচনা করেন।

 

শিল্পী তরিকত ইসলাম তাঁর ক্যানভাসে আঁকেন একটি নিথর হাত। চুকনগর গণহত্যায় প্রায় দশ হাজার মানুষ শহীদ হন। শিল্পী মোঃ তরিকত ইসলাম এই সব সাধারন নিরীহ প্রাণ হারানো মানুষের নিথর হাতকে শিল্পী বিষয় হিসেবে বেছে নিয়েছেন। এই একটি নিথর হাত যেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রান হারানো হজার হাজার নিরীহ মানুষের প্রতীকি রুপায়ন।

 

Post MIddle

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনার চুকনগরে সর্ববৃহৎ বর্বরোচিত গণহত্যাটি সংঘটিত হয়েছিল। ইতিহাসের এই ভয়াল কাল সময়ের স্মৃতিচারণ এবং গণহত্যায় সকল শহীদের প্রতি শ্রদ্ধা প্রর্দশনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই প্রয়াস।

 

লেখাপড়া২৪.কম/খুবি/তরিকত/এমএএ

পছন্দের আরো পোস্ট