বাকৃবিতে অলিম্পিক মশাল র‌্যালি

Moshal Rally1বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে অলিম্পিক মশাল র‌্যালি করা হয়েছে।
রবিবার বিকেল ৫টায় ক্রিড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে হ্যালিপাড থেকে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবরের নের্তৃত্বে এক বিশাল অলিম্পিক মশাল র‌্যালি বের করা হয়।

 

এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন, ডীন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, সহকারী প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুন, ক্রিড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক কৃষিবিদ ড. মো. আবুল কালাম আজাদ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

 

Post MIddle

উল্লেখ্য, ২১ মার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হবে।

 

লেখাপড়া২৪.কম/বাকৃবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট